গভীর শূন্যতা
আফলাতুন নাহার
তোমরা চলে গেলে উপলব্ধির গহিনে,
রেখে গেলে গভীর শূন্যতা
হে মরণশীল অমর ফুলেরা
তোমরা সোনালি আলোর আশ্বাসে
নক্ষত্রের পথ এঁকে অনন্ত জীবনকে ছুঁয়ে দিলে।
তোমাদের শেষ বিদায় জানাতে
সবাই একা দাঁড়িয়ে আছে সৈকতে
কানায় কানায় পূর্ণ কান্নার ফোঁটা
নিষ্পাপ আত্মার সুগন্ধ ভেসে আসছে ওপার থেকে
ওপারের পাখিরা তোমাদের আলিঙ্গন করে নিয়েছে
ভোরের উপাসনার ফোঁটার মতো ঝরে পড়ছে শিশির বিন্দু
ঘুম এবং মৃত্যুর মতো অদেখা ভুবনে তোমরা একঝাঁক পাখি
দুঃসময়ের ঝড়ের মধ্যেও তোমরা আজ মোমের বাতি।