ঐক্য পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

ঢাকা প্রতিনিধি

by protibimbo
০ মন্তব্য ২১৪ বার পড়া হয়েছে

বিজিএমই-এর সদস্যদের সম্মানে “ঐক্য পরিষদ” এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ২২-০৩-২৫, শনিবার, সময় বিকেল ৪টায় “পাম ভিউ রেস্টুরেন্ট” আর্মি গল্ফ ক্লাব, কুর্মিটোলা, ঢাকায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বরেণ্য ব্যক্তিবর্গ ও বিজিএমই-এর নেতৃবৃন্দ ও সদস্যরা।

সংগঠনের চিপ কো-অর্ডিনেটর মোঃ মহসিন তার আলোচনায় বলেন-
যারা উপস্থিত ছিলেন সবাইকে কৃতজ্ঞতা জানান এবং যারা উপস্থিত হতে পারেননি, তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন ও দূর থেকে দোয়া করার জন্য অনুরোধ করেন। তিনি আরো বলেন- উক্ত অনুষ্ঠানে মেম্বারদের উপস্থিতি স্মরণ করে দিয়েছে যে, আসলেই ঐক্য পরিষদ ছিল বিজিএমই-এর জন্য সঠিক নেতৃত্ব। ইনশাআল্লাহ আপনাদের দোয়া ঐক্য পরিষদ আপনাদের পাশে থেকে সঠিক সেবা দেওয়ার অঙ্গীকার করেছেন এবং সকল মেম্বারদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন ।

এছাড়াও উপস্থিত ছিলেন: শফিকুল ইসলাম, প্রকৌশলী ড. আবু রায়হান, ইকবাল হোসেন, বেলায়েত হোসেন, মোঃ মহসিন অপু, আলমগীর হোসেন, ইমরানসহ বিজিএমই-এর প্রায় পাঁচ শতাধিক সদস্য ইফতারিতে অংশগ্রহণ করেন।

banner

সম্পর্কিত খবর

সম্পাদক: আবুল খায়ের (কবি ও কলামিস্ট)।
নির্বাহী সম্পাদক:
বার্তা প্রধান:

অফিস:  বাড়ি ১১, সড়ক ৩, সেক্টর ৬,  উত্তরা, ঢাকা-১২৩০।
যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯
বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯
Email: info@dainikprotibimbo.com khair.hrm@gmail.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs