এসএসিপি ও রেইন্স প্রকল্পের বার্ষিক কৌশলগত পরিকল্পনা ও আন্ত:বিভাগীয় পারস্পরিক সহযোগিতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কৃষি

by protibimbo
০ মন্তব্য ৫৩ বার পড়া হয়েছে

কৃষি মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়িত এসএসিপি ও রেইন্স প্রকল্পের বার্ষিক কৌশলগত পরিকল্পনা ও আন্ত:বিভাগীয় পারস্পরিক সহযোগিতা বিষয়ক দুদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত:

গত ০৯-১০ আগস্ট ২০২৫ বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যনেজমেন্ট-এর হলরুমে কৃষি মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়িত এসএসিপি ও রেইন্স প্রকল্পের বার্ষিক কৌশলগত পরিকল্পনা ও আন্ত:বিভাগীয় পারস্পরিক সহযোগিতা বিষয়ক দুদিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ড. মোহাম্মদ ইমাদ উল্লাহ মিয়া, সচিব, কৃষি মন্ত্রণালয় বলেন আমাদের সবার সহযোগিতামূলক সমন্বয়ের যৌথ প্রচেষ্টা ফলাফল সবসময় সাধারণ যোগফল অপেক্ষা বেশি হয়. তাই সবসময় এ আলোচনায় প্রকল্পের বিভিন্ন সরকারি বিভাগ ও অংশীদারদের সমন্বয় করে কাজ করার গুরুত্ব আরোপ করা হয় ।
তিনি আরো বলেন জলবায়ু পরিবর্তনের সাথে কৃষিকে উপযোগী করে তোলার জন্য সব বিভাগের এগিয়ে আসতে হবে যার যতটুকু স্বক্ষমতা আছে।
অনুষ্ঠানে প্রকল্পভুক্ত ২০টি জেলার ৯০ জন কৃষি কর্মকর্তা, ২০জন উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, অতিরিক্ত পরিচালক, বিএডিসির কর্মকর্তা, বিএআরআই এর কর্মকর্তা , জাতি সংঘের খাদ্য কৃষি সংস্থার প্রতিনিধিসহ প্রায় ১৫০ জন অংশগ্রহণকারী এ কর্ম শালায় অংশগ্রহণ করে।
পরিবর্তিত পরিস্থিতিতে কৃষিকে খাপ খাওয়ানোর জন্য এ কর্মশালায় অর্জিত জ্ঞান কাজে আসবে এমন মতামত প্রদান করেন কর্মশালায় অংগ্রহণকারীবৃন্দ।

প্রতিবেদক: নজরুল ইসলাম

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs