এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নতুন চেয়ারম্যান মহসিন নকভি

ক্রিকেট

by protibimbo
০ মন্তব্য ১৯৬ বার পড়া হয়েছে

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নকভি। বৃহস্পতিবার (৩ এপ্রিল) এসিসির বার্ষিক সাধারণ সভায় এই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। তিনি আগামী দুই বছর এই দায়িত্ব পালন করবেন।

নতুন চেয়ারম্যান হিসেবে নকভিকে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান শাম্মি সিলভার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছিল। ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় এসিসির নেতৃত্বে পরিবর্তন আনা হয় এবং পাকিস্তান আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কা ক্রিকেটের কাছ থেকে নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেছে।

মহসিন নকভি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পিসিবি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। এই পদে নিয়োগ পাওয়ার পর তিনি বলেন, এশিয়া বিশ্বের ক্রিকেটের হৃদস্পন্দন, এবং আমি সমস্ত সদস্য বোর্ডের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে খেলার বিকাশ এবং বৈশ্বিক প্রভাব দ্রুততর করা যায়।

এসিসির বর্তমান প্রেসিডেন্ট শাম্মি সিলভা নকভির নেতৃত্বে এসিসি আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করে বলেন, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে কাজ করা গর্বের বিষয় ছিল এবং এসিসির মর্যাদা বৃদ্ধি করতে আমাদের সদস্য বোর্ডগুলির দৃঢ় প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

banner

এটি নকভির জন্য একটি নতুন দায়িত্ব, কারণ তিনি পিসিবি চেয়ারম্যান হওয়ার পাশাপাশি পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রীও। বর্তমানে তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ২০২৫ টি-টোয়েন্টি এশিয়া কাপের ভেন্যু নিয়ে সিদ্ধান্ত নেয়া। যদিও ভারতকে আনুষ্ঠানিকভাবে এশিয়া কাপের হোস্ট হিসেবে ঘোষণা করা হয়েছে, তবে পাকিস্তান তাদের ম্যাচগুলোর জন্য অন্য ভেন্যু দাবি করতে পারে, বিশেষ করে ২০২৩ সালের টুর্নামেন্টে ভারতের সফর না আসায় শ্রীলঙ্কা দ্বিতীয় ভেন্যু হিসেবে যুক্ত হয়েছিল।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs