গত ২০ অক্টোবর ২০২৫ তারিখে ঋআজ মোর্শেদ (সদস্য সচিব, জাতীয় শ্রমিক শক্তি)-এর স্বাক্ষরিত বার্তায় জানা যায়।
সিলেট-৫ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও জকিগঞ্জের কৃতিসন্তান শিব্বির আহমদ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। দলের ১০১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিকে আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এই কমিটিতে শ্রমিক উইং সংগঠক শিব্বির আহমদকে নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কেন্দ্রীয় কমিটিতে তাঁকে সদস্য হিসেবে নির্বাচিত করায় শিব্বির আহমদ কমিটির সভাপতি, সদস্য সচিব এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।