এক নজরে কবি ও প্রকাশক আবুল খায়ের

by protibimbo
০ মন্তব্য ৬৫ বার পড়া হয়েছে

এক নজরে কবি ও প্রকাশক আবুল খায়ের
জন্ম:
আবুল খায়ের (কবি ও কলামিস্ট) নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার মোহাম্মদপুর গ্রামে ৩০ ডিসেম্বর ১৯৭৬ সালে জন্মগ্রহণ করেন। গ্রামে জন্ম হলেও পড়ালেখা ও পেশাগত জীবন ঢাকাতেই কাটছে। ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয়। লেখায় মানবজীবনের বাস্তবতাকে তুলে ধরেন বলে তাঁকে বাস্তবাদী কবি বলা হয়। পড়ালেখা:
ঢাকা কলেজ থেকে স্নাতকোত্তর, সরকারি তিতুমীর কলেজ থেকে স্নাতক, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি। এছাড়াও মানব সম্পদ ব্যবস্থাপনার উপর PGDHRM (ABP/UK) উচ্চতর ডিগ্রি অর্জন করেন। দেশের বাহিরে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং মানব সম্পদ ব্যবস্থাপনার উপর উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। দেশ-বিদেশে বহু আন্তর্জাতিক সেমিনারে যোগদান করেছেন। উল্লেখ্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন আর্টস-এ (চারুকলা অনুষদ) পড়ালেখা করলেও শেষ করতে পারেননি। মননশীল এই কবি লেখালেখির কারণে অনেক কিছুই জীবন থেকে ত্যাগ করেছেন। তবে গন্তব্য ঠিক রাখার মানসে এগিয়ে যাচ্ছেন নিরলসভাবে।
লেখালেখি:
ছাত্রজীবন থেকেই তাঁর লেখা বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে প্রকাশিত হতে থাকে। বর্তমানে তিনি বিভিন্ন দেশ-বিদেশের জাতীয় পত্রিকায় নিয়মিত লিখছেন। কলামিস্ট ছাড়াও তিনি শিশুসাহিত্যিক হিসেবে বেশ সুনাম অর্জন করেছেন। গল্প লেখায় পারদর্শিতার পাশাপাশি চমক সৃষ্টি করে গল্পকে পাঠকের মনে স্থায়ী আসন দিতে সক্ষম হয়েছেন ইতিমধ্যে। শতাধিক গল্প দেশ-বিদেশের জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে।
সম্মাননা:
কবি আবুল খায়ের কবিতায় ‘কবি জসিম উদ্দীন সাহিত্য পদক-২০১৯; ‘কবি জীবনানন্দ দাশ সাহিত্য পুরস্কার-২০১৮; ‘কবি বন্দে আলী মিয়া সাহিত্য পদক’(প্রবন্ধে), তরুণ লেখক পুরস্কার, প্রভৃতি ছাড়াও বহুসংস্থা/প্রতিষ্ঠান কর্তৃক ক্রেষ্ট ও সম্মাননা অর্জন করেন।
প্রকাশিত গ্রন্থ- কাব্যগ্রন্থ: দীর্ঘশ্বাসের সাথে বসবাস, অসহিষ্ণু পৃথিবীর বুকে; শিশুতোষ ছড়াগ্রন্থ: ছড়ার বনে বাঘের সনে। কিশোর গল্প: সোনালি সোপান, অদম্য আমরা। এছাড়াও প্রকাশের অপেক্ষায় আছে আরো বেশ কয়েকটি গ্রন্থ (প্রবন্ধগ্রন্থ-কালের প্রবাহ, সমাজচিত্র, চালচিত্র বাংলাদেশ; কাব্যগ্রন্থ-ডাস্টবিনের দেয়াল; কিশোর গল্প: ওরা তিনজন , শিশুতোষ গল্প-বন্ধুর জন্য, কিশোর ছড়া-রঙিন ভূবন; ছড়াগ্রন্থ-তেলেসমাতির দেশে; উপন্যাস-শুত্রুর সাথে বসবাস, সুখী মানুষের দেশে; অ্যাডভেঞ্জার-ওরা তিনবন্ধু প্রভৃতি। শতাদিক যৌথ কাব্যে তার লেখা প্রকাশিত হয়েছে। তিনি নিজেও প্রায় অর্ধশতাধিক যৌথগ্রন্থ সম্পাদনা করেছেন। সব মিলিয়ে তাঁর গ্রন্থের সংখ্যা ৬০ এর বেশি।

পেশাগত জীবন: সাহিত্যচর্চা ছাড়াও তিনি একটি আন্তর্জাতিক সেবামূলক সংস্থায় ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে সুনামের সাথে দায়ীত্ব পালন করেছেন দীর্ঘদিন।

অনলাইনভিত্তিক সাহিত্য গ্রুপ ‘সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপ-এর প্রতিষ্ঠাতা/সভাপতি তিনি। বিগত চৌদ্দ বছর যাবৎ এগিয়ে নিয়ে যাচ্ছেন গ্রুপকে। উৎসাহ দিচ্ছেন নতুনদের নব উদ্যমে কলম চালাতে। এছাড়াও সাহিত্য ও মানবাধিকার বিষয়ক বেশ কিছু সংগঠনের সাথে তিনি সম্পৃক্ত আছেন।
অনলাইন পোর্টাল: বাংলা সাহিত্যের অনলাইন পোর্টালগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং দেশ-বিদেশে ব্যাপক আলোচিত সাহিত্যনির্ভর অনলাইন ম্যাগাজিন-প্রতিবিম্ব প্রকাশ ডট কম। দেশের গণ্ডি পেরিয়ে বিভিন্ন দেশে রয়েছে সুনাম । যা বাস্তববাদী কবি আবুল খায়ের নিজেই সম্পাদনা করছেন।

কালের প্রতিবিম্ব : শিল্প-সাহিত্যের কাগজ কালের প্রতিবিম্ব দীর্ঘ তেরো বছরে পদার্পণ করেছে। যা তিনি সম্পাদনা করেন।

banner

দৈনিক প্রতিবিম্ব: জুলাই বিপ্লবের পরে ২০২৫ এর শুরু থেকে দৈনিক প্রতিবিম্ব এর যাত্রা শুরু। যার সম্পাদক ও প্রকাশক কবি আবুল খায়ের। বস্তুনির্ভর সংবাদ প্রকাশ করে ইতিমধ্যে পত্রিকাটি বেশ সুনাম কুড়িয়েছে।

সম্পর্কিত খবর

সম্পাদক: আবুল খায়ের (কবি ও কলামিস্ট)।
নির্বাহী সম্পাদক:
বার্তা প্রধান:

অফিস:  বাড়ি ১১, সড়ক ৩, সেক্টর ৬,  উত্তরা, ঢাকা-১২৩০।
যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯
বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯
Email: info@dainikprotibimbo.com khair.hrm@gmail.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs