এক অন্য রাজ্য আমাদের ক্যাম্পাস
ক্যাম্পাস নাম শুনলেই একটা কথা মনের মধ্যে দোল দিয়ে যায়, তা হলো আমাদের চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। নিজের মধ্যেই একটা সাম্রাজ্য। তার আনাচকানাচে প্রতিটি ফুল থেকে শুরু করে প্রতিটি কর্নার একেকটি স্মৃতির কথা স্মরণ করিয়ে দেয়।
আমাদের ক্যাম্পাসে নৈতিক শিক্ষাগুলোর মধ্যে যদি একটি তুলে ধরি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যখন অন্যান্য কলেজে নির্দিষ্ট পোশাক নেই, সেখানে আমাদের কলেজে নির্দিষ্ট পোশাক আছে একমাত্র সমতার শিক্ষা দেওয়া জন্য, যাতে কোনো শিক্ষার্থী নিজেকে কারও থেকে কম মনে না করে এবং সবাই সমান অধিকার ভোগ করতে পারে। শিক্ষার্থীদের কল্যাণে আমাদের কলেজ কর্তৃপক্ষ প্রতিনিয়ত সোচ্চার থাকে। এ ছাড়া আমাদের ক্যাম্পাসে স্পোর্টস ডে থেকে শুরু করে বিভিন্ন সরকারি দিবসে আমরা বেশ জাঁকজমকপূর্ণ করে পালন করে থাকি।
এখানের নবীনবরণ প্রত্যেক নবীনের হৃদয়ে স্মৃতিতে সারা জীবন স্মরণীয় হয়ে থাকে। প্রধান অতিথির আগমন থেকে শুরু করে নবীনদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক ও সিনিয়ররা নবীনদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে থাকেন। স্পোর্টস ডের সময় ডিসপ্লে থেকে শুরু করে প্যারেড এবং বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণের মাধ্যমে আমাদের দক্ষতার চর্চা করানো হয় এবং পুরস্কার প্রদান করা হয়।
আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে প্রতিবছর পুরস্কার তাদের দখল করে নিয়েছে।
সরকারি দিবসে এখানে নিয়মনীতি মেনে যথেষ্ট শৃঙ্খলার সঙ্গে আমরা বাঙালির গৌরবের ঐতিহাসিক ঘটনা তুলে ধরার চেষ্টা করি। আমাদের ক্যাম্পাসের এসব অনুষ্ঠান কার্যকর করার জন্য যেমন শিক্ষার্থীদের চেষ্টা রয়েছে ঠিক তার চেয়ে দ্বিগুণ অবদান রয়েছে আমাদের শিক্ষকদের। তাঁদের উৎসাহ-অনুপ্রেরণা এবং অক্লান্ত পরিশ্রমে আজ আমাদের ক্যাম্পাস চট্টগ্রামের অন্যতম নামকরা প্রতিষ্ঠানের মধ্যে একটি।
২০ একরবিশিষ্ট এ প্রতিষ্ঠানে প্রতিবছর অতিথি পাখির আগমনে আমাদের কলেজ কর্তৃপক্ষ কোনো কমতি রাখে না। এ ছাড়া এখানে পাখির কলধ্বনির মাধুর্য যতটা মনকে দোল দিয়ে যায়, ঠিক তেমনই আমাদের ক্যাম্পাসটি মূলত পাহাড়ের মাঝখানে অবস্থান করায় বেশির ভাগ সময় আমরা বিভিন্ন প্রজাতির হরিণ, বনমোরগ, বন্য শূকর, গিরগিটির মতো প্রাণীর দেখাও পেয়ে থাকি। মনজুড়ানো এ পরিবেশ যেমন আমাদের পড়াশোনার জন্য উপযুক্ত, তেমনি আমাদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
লেখক: নাজিয়া নূর, শিক্ষার্থী, বিবিএ পঞ্চম সেমিস্টার, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
____________________________________________________________________________________
আমাদের ক্যাম্পাস সেরা। আপনিও লিখতে পারেন, আপনার দেখা ক্যাম্পাস নিয়ে।