বাংলা নববর্ষ ১৪৩২ বরণ করতে উত্তরা কেন্দ্রীয় শহীদ মিনারে বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রগ্রেসিভ ফোরাম, উত্তরা, “বৈশাখী আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান” সম্পন্ন হয়।
প্রগ্রেসিভ ফোরাম উত্তরা’র আহবায়ক প্রকৌশলী ডক্টর আবু রায়হানের সভাপতিত্বে ও শফিউল গণির সঞ্চালনায় বৈশাখী আড্ডায় অংশগ্রহণ করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এএইচএম মোস্তাফিজুর রহমান, ঘিউর সরকারি কলেজে সাবেক অধ্যক্ষ অধ্যাপক আমির হোসেন, সাবেক পুলিশ সুপার এটিএম ফারুক আহমেদ, প্রগ্রেসিভ ফোরাম উত্তরা’র সদস্য হামিদুল ইসলাম, জাকির হোসেন, প্রতিবিম্ব প্রকাশ-এর কর্ণধার কবি ও কলামিস্ট আবুল খায়ের প্রমুখ।
গান পরিবেশন করেন শিল্পী অমিও বাউল, বাউল আলী হোসেন, বাউল আলমগীর সরকার, জিএইচ আজাহার, তজিরুল ইসলাম, শফি আহমেদ শফিক, আনিসা ইসলাম, আবরার জাহিন, মোফাজ্জল হোসেন, চাঁদ সুলতানা, পারভীন আক্তার রত্না, মোহাম্মদ হানিফ প্রমুখ।
আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তিকার শফিউল গনি,মমতাজ শিপন ,মোঃ শামীমুল হাসান, তিথি রানী পূজা, জনি মাহমুদ প্রমুখ।
নৃত্য পরিবেশন করে সিনথিয়া ডান্স একাডেমি এবং নাটক পরিবেশন করে পূর্ব-পশ্চিম নাট্যাঙ্গন।