ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে কবিতা “কিয়াম”

সাহিত্য

by protibimbo
০ মন্তব্য ২৫ বার পড়া হয়েছে

কিয়াম
মোঃ সফিউল্লাহ‌ মিয়া ভাই
তারিখ ০৫ ০৯ ২০২৫

কিয়াম করাকে যারা বলে বিদআত,
বজ্রকন্ঠে করব তার প্রতিবাদ।
আমরা রাসুল প্রেমিক মুসলমান,
তাদের বিরুদ্ধে করিব জিহাদ।

নবীর প্রেমে দিয়েছি মন প্রাণ,
মহানবীর সম্মানে নাই যার মন।
কে বলবে মুসলমান তারে,
বলবো তারে নবীজির দুশমন।

কোরআনে বর্ণিত যাকে সৃষ্টি,
না করিলে,সৃষ্টি হতো না এই ভুবন।
মহান স্রষ্টার সৃষ্টির সেরা মহামানব,
আমার দয়াল নবীজি,দূ-জাহান।

banner

রাসুলের সম্মানে করিলে আঘাত,
ব্যথিত হয় রাসুল প্রেমিক মন।
রাসূলের অপমান সহ্য করিব না,
উচিত জবাব দেব করেছিনু পণ।

নবীর শানে যদি পড়ো দরুদ,
মহব্বতের সাথে শতকোটি বার।
নিশ্চয় শাফায়াত করবেন নবীজি,
কঠিন হাশরের দিনে আপনার।

মুসলিম নামধারী মুশরিক,
,মুনাফিক ভন্ড বেইমান।
তোমাদের জ্ঞাতার্থে জানাই,
হুশিয়ার খবরদার সাবধান।

আল্লাহ আমাদের নবীকে
দিয়েছে শ্রেষ্ঠ সম্মান।
নবীর সম্মানে আমরা,
মুসলিম করিব কিয়াম।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs