৭৯
ঈদ
আবদুল আজিজ
চাঁদ বুঝি নিয়ে আইল
এই তো খুশির ঈদ
প্রতি ঘরে বয়ল আজ
আসমান জমিন গীত ।
হাসি মুখে লাইন ধরে যাচ্ছে ঈদগাহে
শিশু যুবক বৃদ্ধের-ই দল
নতুন কাপড় অঙ্গে জড়িয়ে
চোখে মুখে ভাসছে আনন্দের ঢল্।
ঈদের জামাতে কাতারে দাঁড়াই
গরিব-ধনির নাই যে ভেদাভেদ
নামাজে শেষে আলিঙ্গন
ইসলামের অধ্যায়ে রইল আভিচ্ছেদ।
খুশির বন্যা বয় যে দেখি
প্রতিটি ঘর
এই খুশি বন্যা থাকে যে
সারাটি বছর।
আছে কি কোন ধর্মে
খুশির ঈদের রীতি
হাসি খুশি ভাতৃত্বের বন্দন
ইসলামের-ই নীতি।