আল আকসায় রক্ত নদ।
মোহাম্মদ কুতুবউদ্দিন
আল আক্সায় তোমার দৃষ্টি কি প্রবাহিত হয় না?
নাকি ভেবে রেখেছ সেই সক্ষমতা হারিয়েছ সেকেলের আগে!
ফিলিস্তিনের আদিবাসে,
রবের সিজদা লগ্নে ওদের বুলেট ঝড়ে প্রবাহিত হয় রক্তনদ।
নিত্য শোভিত হয় আল আকসায় আর তার আদি অধিবাসীর।
তোমার দৃষ্টি কি প্রবাহিত হয়না?
গল্পে আড্ডায়, আরবের মসনদে, জাতিসংঘে,
হোয়াইট হাউজ বা ইউরোপীয় ইউনিয়নে।
ও ওয়ারাসাতুল আম্বিয়া, ও বিশ্বমোড়ল?
তোমরা নাকি এই যুগের খলিফা।
সালাউদ্দিন আইউবির রক্তচক্ষুতে ওরা বিদীর্ণ হয়ে,
হয়েছিল বাস্তু শূন্য ।
অন্তরীক্ষের ছায়ায় ফেরারি ছিল বাস্তুহারার কলোনিতে শতাব্দী থেকে শতাব্দী।
হিটলারের চপেটাঘাত এই অবাধ্য অভিশপ্ত গোষ্ঠী
প্রায়শ বিলুপ্ত।
বেওয়ারিশ আর তীর্থবাসী হিসেবে ছিল অবাঞ্ছিত এই ভূমে।