আল আকসায় রক্ত নদ। কবিতা। মোহাম্মদ কুতুবউদ্দিন

কবিতা

by protibimbo
০ মন্তব্য ২৮ বার পড়া হয়েছে

আল আকসায় রক্ত নদ।
মোহাম্মদ কুতুবউদ্দিন

আল আক্সায় তোমার দৃষ্টি কি প্রবাহিত হয় না?
নাকি ভেবে রেখেছ সেই সক্ষমতা হারিয়েছ সেকেলের আগে!
ফিলিস্তিনের আদিবাসে,
রবের সিজদা লগ্নে ওদের বুলেট ঝড়ে প্রবাহিত হয় রক্তনদ।
নিত্য শোভিত হয় আল আকসায় আর তার আদি অধিবাসীর।
তোমার দৃষ্টি কি প্রবাহিত হয়না?
গল্পে আড্ডায়, আরবের মসনদে, জাতিসংঘে,
হোয়াইট হাউজ বা ইউরোপীয় ইউনিয়নে।
ও ওয়ারাসাতুল আম্বিয়া, ও বিশ্বমোড়ল?
তোমরা নাকি এই যুগের খলিফা।
সালাউদ্দিন আইউবির রক্তচক্ষুতে ওরা বিদীর্ণ হয়ে,
হয়েছিল বাস্তু শূন্য ।
অন্তরীক্ষের ছায়ায় ফেরারি ছিল বাস্তুহারার কলোনিতে শতাব্দী থেকে শতাব্দী।
হিটলারের চপেটাঘাত এই অবাধ্য অভিশপ্ত গোষ্ঠী
প্রায়শ বিলুপ্ত।
বেওয়ারিশ আর তীর্থবাসী হিসেবে ছিল অবাঞ্ছিত এই ভূমে।

সম্পর্কিত খবর

সম্পাদক: আবুল খায়ের (কবি ও কলামিস্ট)।
নির্বাহী সম্পাদক:
বার্তা প্রধান:

অফিস:  বাড়ি ১১, সড়ক ৩, সেক্টর ৬,  উত্তরা, ঢাকা-১২৩০।
যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯
বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯
Email: info@dainikprotibimbo.com khair.hrm@gmail.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs