৮১
একজন তুলসী ধোয়া মানুষ চাই
সরকার হারুন
প্রার্থনা অন্তর্যামীর কাছে-
একজন তুলসী ধোয়া মানুষ চাই।
পেশীর, লাশের উপর দিয়ে আসা
মানুষ চাই না ॥
চাই না পূজোর ঘরের ঠাকুর-
গির্জার ফাদার-
ধর্মশালার হুজুর-
একজন তুলসী ধোয়া মানুষ চাই।
লোভ, লালসা নেই-
হিংসা, প্রতিহিংসা নেই ॥
আছে প্রতিবাদী কন্ঠস্বর –
বিভেদ, পাথর তুল্য ন্যায় নীতির অভিধান৷৷
একজন তুলসী ধোয়া মানুষ চাই।
_____________________
ফ্লোরিডা, আমেরিকা।