আমি নারী
সুপ্রিয়া সারাহ্
আমি “নারী”—
একই হৃদয়ে প্রশান্ত সাগর-
আবার সাহারা কে ধারন করি।
আমার দুটি চোখেতে কখনও বা ঝরে-
মায়া ময় বর্ষণ,
কখনও সেথায় ক্রোধে জ্বলে ওঠে
ধ্বংসাত্মক অগ্নি দহন।
আমার কালো কেশে কভু মেঘ চমকিত
বিমুগ্ধ আঁধার আকর্ষণ,
কখনও এ কেশ কাল নাগিনীর বিষাক্ত দংশন।
আমি স্নিগ্ধ আবেশে পা ফেলি যেথা
গজায় সবুজ ঘাস,
কখনও বা মোর পদতলে লেখা অসীম সর্বনাশ।
আমি স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি, সৌন্দর্য এ ধরার
আমি রহস্যে ঘেরা, কোমল- কঠোরে গড়া
আমি পরম আকাঙ্ক্ষার ।
আমি কন্যা, জায়া, জননী এক দেহে বহু রুপ
আমি পুষ্প কানন সকলের তরে উপহার স্বরুপ।
আমি নারী, বড় আনাড়ি তাই–
হয়তো প্রলাপ বলি….
আমি সহস্র শতাব্দীর অর্ঘ্য
নই বিশেষ একটি দিনের শ্রদ্ধাঞ্জলি ।।