বাংলাদেশ সফরের পরিকল্পনার কথা জানিয়েছেন বিশ্ব ফুটবল সংস্থার প্রধান জিয়ান্নি ইনফান্তিনো

খেলাধুলা ডেস্ক

by protibimbo
০ মন্তব্য ৭৭ বার পড়া হয়েছে

আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ সফরের পরিকল্পনার কথা জানিয়েছেন বিশ্ব ফুটবল সংস্থার প্রধান জিয়ান্নি ইনফান্তিনো

বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক বৈঠকের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

ইনফান্তিনো কার্বন নিরপেক্ষ ক্রীড়া বাস্তবায়নে ড. ইউনূসের ধারণার প্রশংসা করে বলেন, দক্ষিণ এশিয়ায় ফুটবলের উন্নয়নে ফিফা সহায়তা করবে।

তিনি বলেন, আমি আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ সফর করতে চাই।

banner

প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে ইনফান্তিনো বলেন, বাংলাদেশের নারী ফুটবল খেলোয়াড়দের জন্য ডরমিটরি ও অন্যান্য অবকাঠামো নির্মাণে ফিফা সহায়তা করতে চায়।

ইনফান্তিনো আরও জানান, সৌদি আরবে নারীদের ফুটবলেও ফিফা সহায়তা করবে এবং সেখানকার প্রবাসী বাংলাদেশিরাও এ উদ্যোগ থেকে উপকৃত হবেন।

যুব উৎসব চলাকালীন বাংলাদেশ সফরের আমন্ত্রণ পেলেও আসতে না পারার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশের এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

সম্পাদক: আবুল খায়ের (কবি ও কলামিস্ট)।
নির্বাহী সম্পাদক:
বার্তা প্রধান:

অফিস:  বাড়ি ১১, সড়ক ৩, সেক্টর ৬,  উত্তরা, ঢাকা-১২৩০।
যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯
বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯
Email: info@dainikprotibimbo.com khair.hrm@gmail.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs