আগন্তুক
আল হামজা উৎস
হঠাৎ সে এলো এক কালবৈশাখী,
ঝড়ের ন্যায়, আলোর পরশ বাকি।
বাতাসে ভাসে তার আগমনী সুর,
চোখে ঝলক দেয় অদ্ভুত এক নূর।
তার মুখে হাসি, শিশিরের মতো,
বৃষ্টির পরে রোদ্দুর যত।
তার কথা যেন মৃদু সেতারের ধ্বনি,
যেন ফুলের কুঁড়ি ফোটার আগমনী।
আচার-ব্যবহার গ্রন্থে লেখা শুদ্ধ বাণী,
তবু সে যেন এক রঙিন কল্পকথার রানী।
তাকে দেখলে মনে হয় এমন,
সে কি সত্যি, নাকি কোনো স্বপনের স্বজন।
তার হাসিতে মিশে রহস্য অজানা,
বুকের গভীরে এক আলো জ্বালোনা।
সকলের জন্য সে প্রসারিত মন,
স্বার্থের ঊর্ধ্বে সে স্নেহে পূর্ণতা পায় যেমন।
সে চায় না কিছু, শুধু ভালোবাসা দিতে,
দুঃখী মনে সুখের প্রদীপ জ্বালাতে।
শূন্য হাতে আসে, শূন্য হাতে যাবে,
তবু তার ছোঁয়ায় জীবন স্নিগ্ধ হয়ে রবে।
তারুণ্যের সীমা ছাড়িয়ে যে পথ,
সেখানে সে এক নব সূর্যের রথ।
হঠাৎ এলো, হয়তো হারিয়ে যাবে,
তবু স্মৃতির পাতায় অমলিন হয়ে রবে।