আগন্তুক। কবিতা। আল হামজা উৎস

কবিতা

by protibimbo
০ মন্তব্য ১৩৬ বার পড়া হয়েছে

আগন্তুক
আল হামজা উৎস

হঠাৎ সে এলো এক কালবৈশাখী,
ঝড়ের ন্যায়, আলোর পরশ বাকি।
বাতাসে ভাসে তার আগমনী সুর,
চোখে ঝলক দেয় অদ্ভুত এক নূর।

তার মুখে হাসি, শিশিরের মতো,
বৃষ্টির পরে রোদ্দুর যত।
তার কথা যেন মৃদু সেতারের ধ্বনি,
যেন ফুলের কুঁড়ি ফোটার আগমনী।

আচার-ব্যবহার গ্রন্থে লেখা শুদ্ধ বাণী,
তবু সে যেন এক রঙিন কল্পকথার রানী।
তাকে দেখলে মনে হয় এমন,
সে কি সত্যি, নাকি কোনো স্বপনের স্বজন।

banner

তার হাসিতে মিশে রহস্য অজানা,
বুকের গভীরে এক আলো জ্বালোনা।
সকলের জন্য সে প্রসারিত মন,
স্বার্থের ঊর্ধ্বে সে স্নেহে পূর্ণতা পায় যেমন।

সে চায় না কিছু, শুধু ভালোবাসা দিতে,
দুঃখী মনে সুখের প্রদীপ জ্বালাতে।
শূন্য হাতে আসে, শূন্য হাতে যাবে,
তবু তার ছোঁয়ায় জীবন স্নিগ্ধ হয়ে রবে।

তারুণ্যের সীমা ছাড়িয়ে যে পথ,
সেখানে সে এক নব সূর্যের রথ।
হঠাৎ এলো, হয়তো হারিয়ে যাবে,
তবু স্মৃতির পাতায় অমলিন হয়ে রবে।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs