প্রতীক্ষার রেস্তোরাঁ
অ্যাডভোকেট শিমুল পারভীন
প্রতীক্ষার রেস্তোরাঁয়, কফির অর্ডার দিয়ে তুমি গেলে অন্য কোথাও!
ভুলে গেলে তোমার কফির পেয়ালা এখানে শূন্য পড়ে আছে অবহেলায়। আমি তবু আজও ভাবি আমারও একজন ভালোবাসার মানুষ ছিলো। ছিলো শব্দটার মাঝে লুকিয়ে রাখি আমার যাবতীয় শোক,গচ্ছিত রাখি স্বপ্নের রঙিন সিড়ি।
শেষ বিকেলের নরম আলোয় আমার প্রতীক্ষারা
তোমার ফেরার পথের দিকে তাকিয়ে থাকে বড্ড প্রত্যাসায়।
তোমার অস্তিত্বের পর্দা ছায়া ছায়া রঙে ধীরে ধীরে সরে যায়। প্রতীক্ষার অনাবৃত পোশাক পরে আমার স্বপ্নেরা তবু এক বসন্ত থেকে অন্য বসন্তে শুধু তোমাকেই খুঁজে বেড়ায়। তুমি কি তবে ভুলে গেছো হাটঁতে হাঁটতে পথ। অন্য এক অজানা পথে, এক অচেনা ঠিকানায় তোমার পায়ের শব্দ যেন শুনতে পাই।
এ জীবনে হবে না বুঝি তোমার একটু সময়।
শূন্য কফির কাপ, অপেক্ষার দীর্ঘ পথ-নিঃসঙ্গ দ্বীপের মতো বাঁচিয়ে রাখে আমায়। শুধু সান্ত্বনা এটুকু, আমারও একজন প্রতীক্ষার মানুষ আছে যার কাছে গচ্ছিত আছে আমার অমীমাংসিত সম্পর্কের যাবতীয় শোক।