অপেক্ষাকৃত মন
দিলরুবা হাসান
তাং ০৬-০৪-২৫
হৃদয়ের যতটুকু ভালোবাসা আছে
সবটুকু দিতে চাই তোমারী মাঝে
তুমি আমার অলিখিত কোন এক প্রেমেরই ছবি!
যার ভাবনায় হৃদয় করে ক্ষত বিক্ষত সবই!
কেনো যে তুমি এলে, মোর হৃদয় কেড়ে নিলে
সুখের অপেক্ষায় প্রহর গুণে,মুখপানে চেয়ে চেয়ে।
রাতদিন কানামাছি বৌ, বৌ, খেলে,
হৃদয়ের স্পন্দন কেনো এলোমেলো দোলে।
কত রাত কতদিন গেলো যে চলে!
এমনি করে হৃদয়ের ব্যথা, থাকে লুকিয়ে বুকে।
যত সব অগোছালো কথা রয়ে গেলো নীরব প্রাণে
নিঃশ্বাসে বিশ্বাসে আছো যে তুমি, আনমনে সবখানে
শুধুই তুমি শুধুই তুমি! অপেক্ষার প্রহর শুধু জানি।
রাত দিন পাহাড়ায় তোমাকে খুঁজি, শুধুই তুমি, শুধুই তুমি।
হৃদয়ের যতটুকু ভালোবাসা আছে
সবটুকু দিতে চাই তোমারী মাঝে।”
তুমি আমার অলিখিত হৃদয়ের ছবি
তুমি আমার ভাবনার হবি…