নীরবতারও অন্য অর্থ আছে
রেখা আক্তার
আমি চৈত্রের দুপুর, কালবৈশাখী ঘূর্ণী, চলায় দুর্বার গতি
কখনো দেখেছো ঝড় ওঠার আগমুহূর্তের থমথমে পৃথিবী?
ঘনগুমোট পৃষ্ঠতল বৃক্ষের নীরব মৌনতা?
দেখোনি অধীর অপেক্ষারত চাতকীর করুণ চোখের নিস্তব্ধতা।
তুমি জানোনা, নীরবতার মাঝেই লুকিয়ে থাকে প্রলয়ঙ্করী ঝড়ের আভাস,
জানোনি দিনের তারার মাঝে আসন্ন আঁধারের মৌন বসবাস?
দেখোনি ভিজে যাবার অপেক্ষায় তৃষ্ণার্ত কোনো কাক,
দেখোনি বকেরা সারিবেঁধে উড়ে গেলে ফেলে যায় ধবল পালক
ঝাঁকবাঁধা শিমুল তুলো যেন সদ্য জন্ম নেয়া পাখিদের ছানা
তারা কোথায় উড়ে যায় জানা-অজানায় দিগন্ত ছোঁয় জানো?
কোথায় দিগন্ত তোমার চুপিচুপি বলে যাও সুনীল আকাশ
ডেকে যায় অতিথি পাখি চলো যাই এইখানে চৈত্রের বসবাস।