“বিপ্লবী সাংস্কৃতিক চক্র, উত্তরা”-এর আয়োজনে জুলাই বিপ্লবীদের স্মরণে কবিতা পাঠ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

by protibimbo
০ মন্তব্য ১১৮ বার পড়া হয়েছে

গতকাল ৫ ডিসেম্বর ২০২৫ বিকেল ৫টায় উত্তরার শহীদ মীর মুগ্ধ মঞ্চে অনুষ্ঠিত হয়েছে জুলাই বিপ্লবীদের স্মরণে কবিতা পাঠ ও সাংস্কৃতিক সন্ধ্যা

বিজয়ের উল্লাসে জুলাই বিপ্লবের আত্মকথনের মধ্য দিয়ে শহীদ মীর মুগ্ধ মঞ্চে অনুষ্ঠিত হল কবিতা পাঠ ও এক মনোজ্ঞ সংস্কৃতিক সন্ধ্যা। আর এই কবিতা পাঠ ও মনোজ্ঞ সাংস্কৃতির সন্ধ্যার আয়োজন করেছে নব্য প্রতিষ্ঠিত “বিপ্লবী সাংস্কৃতিক চক্র, উত্তরা”। কবি বকুল আশরাফ সম্পাদনা প্রকাশিত ‘জুলাই বিপ্লবের কথা’ বইয়ের মীর মুগ্ধ শহীদ হওয়ার ঘটনা দিয়ে শুরু করার পর অনুষ্ঠানটি উদ্বোধনী বক্তব্য রাখেন দেশের বরেণ্য গীতিকার শহীদুল্লাহ ফরায়জী।
তারপর শুরু হয় বরেণ্য কবিদের স্বকণ্ঠে কবিতা পাঠ। এছাড়াও বিশেষ কিছু শহীদদের শহীদ হওয়ার ঘটনাকে আবৃত্তি শিল্পীর দ্বারা পাঠ করা হয়। এতে আবেগপ্রবণ হয়ে ওঠে উপস্থিত দর্শক। শহীদদের শহীদ হওয়ার ঘটনাগুলো পাঠ করেন শিলা, ইভা, মুবাশ্বিরা, শাহিনুর, রাইসা, মুন্না, তুষার, পূজা, সালমান, তনুমনি ও মেহেদী।
কবিদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদুল্লাহ ফরায়জী, বকুল আশরাফ, আবুল খায়ের, এম. এ. আলীম, আইরীন কাকলী, রি-হোসাইন, শেখ মুনিরুজ্জামান শাওন, তিথি আফরোজ বাঙালি শিমুল, হারুনুর রশীদ, নায়লা পাইলট ও বদিউল এসহান।
জুলাই আন্দোলনের প্রতিটি শহীদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা এবং এদের স্মৃতিকে জড়িয়ে রাখতে “বিপ্লবী সাংস্কৃতিক চক্র”-এর এই আয়োজন।
একাত্তরের স্বাধীনতা যুদ্ধের পর সবচেয়ে রক্তক্ষয়ী বিপ্লবটিই জুলাই আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমে তরুণরা প্রত্যাশা করে একটি নতুন বাংলাদেশের যা হবে দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, বঞ্চনা মুক্ত লাঞ্ছনা মুক্ত। তাই উত্তরার প্রাণকেন্দ্রে শহীদ মীর মুগ্ধ মঞ্চে এক ঝাঁক তরুণ মিলে গড়ে তুলেছে “বিপ্লবী সাংস্কৃতিক চক্র, উত্তরা”।

দ্বিতীয় পর্বে বিপ্লবী সাংস্কৃতিক চক্রের শিল্পবৃন্দ মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করেন। শিল্পীদের মধ্যে আজহার উদ্দিন, কাউসার হোসেন, শিলা বড়াল, তাহা, টিপু-সহ আরো অনেকেই সংগীত পরিবেশন করেন।
পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি রকিব লিখন।
পৃষ্ঠপোষকতায়: প্রতিবিম্ব প্রকাশ এবং চারকোল ষ্টুডিও, মিডিয়া পার্টনার ছিলেন: দৈনিক প্রতিবিম্ব।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs