রক্ত দিন, জীবন বাঁচান
আমরা স্বেচ্ছাসেবীরাই আগামী বাংলাদেশ গড়ার কারিগর-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ স্বেচ্ছাসেবী ব্লাড ফোরাম কর্তৃক ৫ই ডিসেম্বর ২০২৫ইং স্বেচ্ছাসেবীদের স্লোগানে মুখরিত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস -২৫ উপলক্ষ্যে শতাধিক মানবিক সংগঠনকে সাথে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও ৬৪ জেলা ব্যাপী স্বেচ্ছাসেবকদের সম্মেলনে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস-২৫ ইং উদযাপিত হয়েছে।
উক্ত আয়োজন মানবতার মহৎ আয়োজন যা বিশ্বকে সমন্বিত ও সহনশীল হিসেবে গড়ে তোলার মাঝে রাষ্ট্র ও সামজিক কল্যাণের স্বার্থে স্বেচ্ছাসেবী সংগঠকদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন, জনসচেনতা বৃদ্ধি, নব প্রজন্মের আহবান, জীবনযাত্রার মান উন্নয়নে সামাজিক শান্তি শৃঙ্খলা রক্ষার্থে যুব সমাজকে মানবতার কাজে উদ্ভুদ্ধকরণে এ সম্মেলন অনুষ্টিত হয়েছে।উক্ত আয়োজন সভাপতি বিবি ফাতেমার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল,এর যৌথ সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মনোজ দেব, ফাতেমা বেগম বাদশা, বীর মুক্তিযোদ্ধা কবি শুক্কুর চৌধুরী, আনোয়ার হোসেন, কবি লায়ন সিদ্দিকুর
রহমান,আকতার আহমেদ রানা, তানভীর মল্লিক,সাইফুল্লাহ, হাজী বাবর আলী, মাসুদুর রহমান,লায়ন ফারুক আহমেদ, হাজী বেলাল,সাংবাদিক লায়ন রাজীব নাথ, আলী আহমেদ ভূইয়া স্বপন, মো: শাহীন রেজা, আব্দুল কাদেরী রুবেল, ক্রাউন নিপা, মোঃ বাপ্পী,মোঃ সজীব,মোঃ জাহিদ, সুমন তংচংগ্যা সহ বিভিন্ন সম্মানিত সংগঠক বক্তব্য রাখেন।উক্ত আয়োজন শুরুতে কুরান তেলাওয়াত সহ জাতীয় সংগীত পরিবেশনার মাধমে দেশ ও মানবিক কল্যাণের লক্ষ্যে সভাপতি বক্তব্যের পর সহস্রাধিক সামাজিক সংগঠনকে সম্মাননা সনদ প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
